১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে’

-


রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
গতকাল বিকেলে স্বাধীনতা ফোরাম বরিশাল শাখার উদ্যোগে খালেদা জিয়ার আরোগ্য ও মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরিশাল নগরীর রিভারক্যাফে রেস্তোরায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরাম বরিশাল শাখার আহ্বায়ক আলহাজ নুরুল আমিন।
প্রধান অতিথি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাস খালেদা জিয়াকে বাদ দিয়ে রচনা করা সম্ভব নয়, কারণ তিনিই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
তারিক সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বরিশাল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, বিএনপি নেতা আলহাজ মন্টু খান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠু প্রমুখ।


আরো সংবাদ



premium cement