ঐক্যবদ্ধ হলে কেউ অধিকার কেড়ে নিতে পারবে না : সেলিম উদ্দিন
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বঞ্চিত অবহেলিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের পাশাপাশি দেশ বাঁচাতে শ্রমিক কল্যাণকে এগিয়ে আসতে হবে।
কুরআনের পক্ষে থাকতে হবে, কুরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করতে হবে, কুরআন ভিত্তিক সমাজ কায়েম করতে হবে।
গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরি উক্ত কথা বলেন।
উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ও পৌর সেক্রেটারি মুনিবুর রহমান পাভেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল সহকারী পরিচালক হাফেজ মাওলানা আহমদ ফারুক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, জেলা দক্ষিণ সহসভাপতি মুহাম্মদ রেহান উদ্দিন রায়হান। বিজ্ঞপ্তি।
বগুড়ার তিন জামায়াত নেতাকর্মীর মুক্তি দাবি
বগুড়া অফিস জানায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরসহ তিন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মনসুর আলী এবং সেক্রেটারি আশরাফ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত ২৮ মার্চ রাতে দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামী দুপচাচিয়া উপজেলা শাখার যুব ও সমাজ কল্যাণ বিভাগের প্রধান নূর মোহাম্মদ আবু তাহেরসহ তিনজন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা