১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোক সংবাদ

-

শহীদুল আলম
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম শহীদ (৩৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
গত মঙ্গলবার রাতে নগরীর লালদীঘি ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক রাজনৈতিক সহকর্মী শামিল হন।
গতকাল বুধবার সকালে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ দিকে শহীদুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। চট্টগ্রাম ব্যুরো।


হেমায়েত উদ্দিন শিকদার
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের পুরাতন সিনেমা হল রোডের নিবাসী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হেমায়েত উদ্দিন শিকদার (৭৭) গতকাল বুধবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা পুরাতন কোর্ট ভবনের সামনে মরহুমের নামাজে জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীরকে প্রদান করা হয় গার্ড অব অনার।
এ সময় রাষ্ট্রের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো: হুমায়ুন কবির ও পুলিশের একটি চৌকস দল। পরে নামাজে জানাজার পর উপজেলার শিয়ালকাঠি গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement