চট্টগ্রামে এলিভেটেডের র্যাম্পের জন্য শতবর্ষী ৪৬ গাছ কাটার উদ্যোগ : ক্ষুব্ধ পরিবেশকর্মীরা
- ০২ এপ্রিল ২০২৪, ০৩:৪৫
চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্র্রেসওয়ের র্যাম্প নির্মাণে টাইগার-সিআরবিমুখী নয়নাভিরাম সড়কের ৪৬টি গাছ কাটার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃৃপক্ষ (সিডিএ)। এমন পরিকল্পনার কথা জানাজানি হওয়ার পর গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পরিবেশকর্মীরা জড়ো হয়েছিলেন ওই সড়কে। ‘উন্নয়নের করাত থেকে গাছদের মুক্তি দাও’, ‘বেঁচে থাকা গাছ আপনার কী ক্ষতি করে’, ‘গাছ কাটার আগে আমাদের কাটো’ প্ল্যাকার্ডে এমন নানা স্লেøাগান লিখে পরিবেশকর্মীরা টাইগারপাসের দ্বিতল সড়ক হিসেবে পরিচিত মোহাম্মদ ইউসুফ চৌধুরী সড়কে প্রতিবাদী অবস্থান নেন। তারা যে গাছটির নিচে দাঁড়িয়ে এমন প্রতিবাদী কর্মসূচি পালন করছিলেন বিশাল শিরীষগাছটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের প্রয়োজনে কাটা হবে। ইতিমধ্যে গাছটিতে নাম্বারিং করা হয়েছে।
সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের ব্যানারে আয়োজিত প্রতিবাদী কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের পাশাপাশি অংশ নেন নানা পেশার মানুষজন।
কর্মসূচিতে অংশ নিয়ে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান গাছ কাটার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা এসব সিদ্ধান্ত নেন, তারা বিভিন্ন স্বার্থে কাজ করেন। আমরা বলছি আত্মঘাতী। সবার যদি এ আত্মঘাতী মনে হতো, তাহলে এ কাজটা করতে পারতাম না। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এমন সব লোককে ওপরে বসান, যাদের কোনো প্রশিক্ষণ নেই। এ গাছগুলো থেকে নানারকম সুবিধা পেয়ে থাকি এটা নিয়ে তারা অবহিত নন। প্রকৃতি থেকে যে আমরা নানা সুবিধা পাই, এসব নিয়ে তাদের জানাশোনা, জ্ঞান নেই। এসব জায়গায় যারা বসেন, তাদের প্রশিণ দেয়া উচিত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা