না খেলেও ৩ পয়েন্ট জাপানের
- ক্রীড়া ডেস্ক
- ৩১ মার্চ ২০২৪, ০১:৫৩
ফিফার ডিসিপ্লিনারি কমিটি উত্তর কোরিয়ার বিপক্ষে জাপানের ম্যাচটি বাজেয়াপ্ত করেছে। ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচে জাপানকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে। জাপানের সাথে উত্তর কোরিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। পিয়ংইয়ংয়ে গত মঙ্গলবার বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু জাপানে সংক্রামক রোগ নিয়ে উদ্বেগের কারণে উত্তর কোরিয়া ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয়। ফাঁকা সময় না থাকায় ম্যাচটি নতুন সূচিতে হবে না বলে জানিয়েছে ফিফা। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচটি বাজেয়াপ্ত করে তাদের জয়ী ঘোষণা করার কথা জানিয়ে দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।