শ্রমজীবী মানুষের মুক্তি নিশ্চিত করতে হবে - শামসুল ইসলাম
- ২৯ মার্চ ২০২৪, ০০:০০
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুুুল ইসলাম বলেছেন, শ্রমজীবী মানুষরা সর্বক্ষেত্রে অধিকার বঞ্চিত। তাদের অধিকার আদায়ের জন্য সংগঠনকে সম্প্রসারণ ও মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। এক্ষেত্রে দায়িত্বশীলদের পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
গতকাল রাজধানীর একটি মিলনায়তনে ফেডারেশনের অঞ্চল পরিচালক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রব্বানী, লস্কর মো. তসলিম, কবির আহমেদ, মুজিবুর রহমান ভূঁইয়া, মনসুর রহমান প্রমুখ।
আ.ন.ম শামসুুুল ইসলাম বলেন, শ্রমিক সংগঠনের একমাত্র লক্ষ্য শ্রমজীবী মানুষের মুক্তি নিশ্চিত করা। খেটে খাওয়া ও প্রতিনিয়ত শোষণ-বঞ্চনার শিকার হওয়া মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য শক্তিশালী সংগঠনের কোনো বিকল্প নেই। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা