ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ মার্চ ২০২৪, ০০:০০
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী এবং ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
গতকাল ঢাকার ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ হুমায়ুন কবির আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।
একই সাথে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল মামলাটিতে চার্জগঠনের দিন ধার্য ছিল। তবে আসামি শামীমা ও রাসেল আদালতে হাজির হননি। তাই আদালত চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই সাথে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদেশ দেয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা