উলামায়ে কেরামকে সমাজ গঠনে আত্মনিয়োগ করতে হবে : মসজিদ মিশন
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ মসজিদ মিশন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গতকাল ইমাম-খতিব ও উলামায়ে কেরামদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণের সভাপতি ড. আ ন ম রফিকুর রহমান মাদানির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলীলুর রহমান মাদানি বলেন, মাহে রমজানে আত্মগঠনের পাশাপাশি সমাজ গঠনেও উলামায়ে কেরামকে আত্মনিয়োগ করতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন জামেয়া ইমদাদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের জেহাদী, মাআরেফুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ আলী কাসেমী, মারকাজুল উলুম জামিয়া ইসলামিয়ার পরিচালক মুফতি মাওলানা ফখরুল ইসলাম, মীরেরসরাই দরবার শরিফের পীরসাহেব মাওলানা আব্দুল মোমেন নাসিরী। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, অধ্যক্ষ মাওলানা শহীদুল্লাহ, মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ, মাওলানা ফখরুদ্দীন আহমাদ, ড. মুফতি আবু ইউছুফ খান, ড. মাওলানা মহীউদ্দীন, মুফতি মিজানুর রহমান, মাওলানা মবিনুর রহমান, মুহাদ্দিস মাহমুদুল হাসান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা লুৎফর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা কাজী জালাল উদ্দিন, মাওলানা জাহিদুল ইসলাম ও মাওলানা মুস্তাফিজুর রহমান প্রমুখ।
মাহফিলে বক্তারা উলামায়ে কেরাম ও মুসলিম জনসাধারণের মধ্যে ঐক্য সুরক্ষায় গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভেদ ও অনৈক্য সৃষ্টিকারী যাবতীয় বক্তব্য ও লেখালেখি থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা