পাকিস্তানিদের মতোই ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার : বাংলাদেশ খেলাফত মজলিস
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেছেন, ’৭১ সালে যেসব কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেসব কারণ বর্তমানে বাংলাদেশেও বর্তমান। আওয়ামী সরকার পাকিস্তানিদের মতোই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে নেতারা এ কথা বলেন। মহানগর সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ। এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সভায় জালালুদ্দিন আহমেদ দেশের মানুষকে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানান। এ ছাড়া নেতারা মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি করেন।
সিলেট : বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল হিলটন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী। মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে মুফতি শরাফত হোসাইন ও মাওলানা আজিজুর রহমান হেলালসহ প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা