এ রকম চলতে থাকলে সবচেয়ে অসুখী দেশ হবে বাংলাদেশ : জি এম কাদের
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ মার্চ ২০২৪, ০০:৩৯
বিশে্বর সুখী দেশের তালিকায় ১১ দাপ পিছিয়ে পড়ার প্রেক্ষিত তুলে ধরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, যেভাবে অধঃপতন হচ্ছে এ রকম চলতে থাকলে কিছু দিনের মধ্যেই আমরা সবচেয়ে অসুখী দেশ হিসেবে গণ্য হতে পারি।
গতকাল বিকেলে রাজধানীর এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ একথা বলেন।
তিনি বলেন, বিশে^র ১৪৩টি দেশের মধ্যে এবার সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৯তম। ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮তম এবং ২০২২ সালে এই অবস্থান ছিল ৯৪। মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনা করে প্রতি বছর জাতিসঙ্ঘের পৃষ্ঠপোষকতায় এ রিপোর্ট প্রকাশ করা হয়। ২০২২ সালে সুখী দেশের তালিকায় বাংলাদেশ পিছিয়েছে ২৪ ধাপ। আর ২০২৩ সালে ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সুখী দেশের তালিকায় দুই বছরে বাংলাদেশ পিছিয়েছে ৩৫ ভাগ। সুখ থেকে আমরা কতটা পিছিয়ে যাচ্ছি তা এই রিপোর্ট থেকেই প্রমাণ হয়। এই রিপোর্ট অনুযায়ী প্রতিবেশী নেপাল (৯৩), পাকিস্তান (১০৮), মিয়ানমার (১১৮), ভারত (১২৬) ও শ্রীলঙ্কার (১২৮)তম স্থানে। প্রতিবেশী সব দেশের থেকেই পিছিয়ে আছি আমরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা