১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

-

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের জন্য অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
গত শুক্রবার ব্রিটিশ রাজাকে উদ্দেশ করে এক চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন, ‘মহামান্য রাজা তৃতীয় চার্লস ও মহামান্য রানি ক্যামিলার রাজ্যাভিষেক উপলক্ষে দীর্ঘ, সমৃদ্ধ ও সুখী রাজত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
চিঠিতে আরো বলা হয়, ‘মহামান্যের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা আমাদের দুই কমনওয়েলথ রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরো গভীর করার অপেক্ষায় রয়েছি।’


রাষ্ট্রপতি বলেন, ‘ফার্স্ট লেডি ও আমি বাংলাদেশে ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য মহামান্য আপনাকে ও মহামান্য রানি ক্যামিলাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
‘আমি আপনার ও রানির সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি। মহামান্য, দয়া করে আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।’
যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শনিবার রাজা তৃতীয় চার্লস শপথ নিয়ে মাথায় রাজমুকুট পরেছেন। অভিষেক অনুষ্ঠানের বিভিন্ন ধাপ পেরিয়ে ক্যান্টাবুরির আর্চবিশপ রাজা চার্লসের মাথায় ৩৬০ বছরের পুরনো ‘সেন্ট অ্যাডওয়ার্ডস ক্রাউন’ পরিয়ে দেন। চার্লস সে সময় চতুর্দশ শতাব্দীর রাজসিংহাসনে বসেন।


আরো সংবাদ



premium cement