১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

ইংলিশ চ্যানেল অবৈধ পাড়ি ২০ হাজার মানুষের

-

২০২২ সালে অন্তত ২০ হাজার মানুষ অবৈধভাবে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে, যা গত বছরের চেয়ে সংখ্যায় দ্বিগুণ। ২০২১ সালে একই পয়েন্ট দিয়ে পার হয়েছিল ১১ হাজার ৩০০ জন। সরকারি পরিসংখ্যানে রোববার এসব তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে অবৈধ অভিবাসীদের জন্য ইংলিশ চ্যানেল একটি ঝুঁকিপূর্ণ নৌপথ। তার পরও অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে পারছে না দেশটি। এএফপি।
শনিবারও ব্রিটেন ও ইউরোপের মধ্যে ব্যস্ত শিপিং লেন অতিক্রম করার সময় আরো ৬০৭ জনকে শনাক্ত করা হয়েছে। এদের নিয়ে এ বছরে মোট সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১৭ জনে। ২০২১ সালজুড়ে ব্রিটেনে অবৈধ অনুপ্রবেশ ছিল ২৮ হাজার ৫২৬টি। এর মধ্যে ইংলিশ চ্যানেল দিয়ে প্রবেশ করেছে ১১ হাজার ৩০০ জন। ২০১৮ সালে ইংলিশ চ্যানেল দিয়ে ক্রসিংয়ের মাত্র ২৯৯টি ঘটনা ধরা পড়ে। এর পর থেকে প্রতি বছর ক্রসিংয়ের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। অবৈধ ক্রসিং ব্রিটেনে একটি বিতর্কিত রাজনৈতিক বিষয়। ব্রিটেনের আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদের দৌড়ে থাকা লিজ ট্রাস ও ঋষি সুনাক এ সঙ্কট সমাধানের আশ্বাস দিয়েছেন। ব্রিটেনে যারা প্রতি বছর অবৈধভাবে অনুপ্রবেশ করে, তাদের অধিকাংশই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে। সরকার এসব অভিবাসীর কিছু অংশকে রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করেছিল। কিন্তু সিদ্ধান্তটি আদালতে আটকে গেছে। অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্তটি বিশ্বব্যাপী সমালোচিত হয়। পরে ব্রিটেন সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। অবশ্য রুয়ান্ডায় যাদের পাঠানো হচ্ছিল, তাদের বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনার ঘোষণা দেয়া হয়েছিল।

 


আরো সংবাদ



premium cement