১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বারিতে বিষমুক্ত ফল উৎপাদন ও রোগবালাই বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ

-

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে জৈব বালাইনাশক প্রযুক্তিতে বিষমুক্ত ফল উৎপাদন ও শাকসবজির পোকামাকড়, রোগবালাই ব্যবস্থাপনা শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে গতকাল রোববার শুরু হয়েছে। ফসলের পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগের ৩৫ জন বিজ্ঞানী অংশগ্রহণ করছেন। বারির পরিচালক (গবেষণা) ড. মো: আব্দুল ওহাব প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান এবং প্রকল্প পরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো: মিয়ারুদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো: নাজিরুল ইসলাম, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফিরোজা খাতুন। কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সুলতান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একই বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত।


আরো সংবাদ



premium cement

সকল