০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


খালেদা জিয়ার মুক্তি দাবিতে আইনজীবীদের মানববন্ধন

৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতি লজ্জিত : সুপ্রিম কোর্ট বার সভাপতি

-

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল সুপ্রিম কোর্টে মানববন্ধন করেছেন আইনজীবীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে সারা জাতি লজ্জিত। এমন নির্বাচন তারা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসে কখনো দেখেনি। রাতের অন্ধকারে প্রশাসনের লোকেরা নিজেরাই সব ভোটের বাক্স ও ব্যালট পেপার নিয়ে গেল, ভোট হয়ে গেল। এটাকে ভোট বলা যায় না। আমরা মনে করি এ ভোটে বিএনপি বা বিরোধী দল পরাজয় বরণ করেনি। এতে আওয়ামী লীগ হেরেছে এবং দেশের সংবিধান হেরেছে।
গতকাল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির কক্ষের সামনে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই’ ব্যানারে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বেলা ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি জানান। মানববন্ধন শেষে তারা সুপ্রিম কোর্ট বার ভবনে বিক্ষোভ প্রদর্শন করেন। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব, অ্যাডভোকেট আবেদ রাজা, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আনিছুর রহমান খান, অ্যাডভোকেট মতিলাল ব্যাপারী, অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন, অ্যাডভোকেট নাছিরউদ্দিন খান সম্রাট, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট শফিউর রহমান শফি, অ্যাডভোকেট নাজমুল হাসন, অ্যাডভোকেট আবদুল মতিন মন্ডল, অ্যাডভোকেট এ কে এম মুক্তার হোসেন, অ্যাডভোকেট পি কে রায় সরকার, অ্যাডভোকেট আনজুমান আরা বেগম মুন্নী, অ্যাডভোকেট সাইদ রহমান বক্তিয়ার, অ্যাডভোকেট সালাউদ্দিন শিকদার, অ্যাডভোকেট শামসুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট কহিনুর বেগম পাপড়ি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আইয়ুব আলী আশ্রফী।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বেগম খালেদা জিয়া প্রায় এক বছর কারাবন্দী রয়েছেন। সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। তিনি এ দেশের মাটি ও মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। এ দেশে বহুদলীয় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। আজকে তাকে যেনতেন কারণে গ্রেফতার করে রেখেছেন। সব আদালতে আপনারা প্রভাব বিস্তার করে আপনারা বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখেছেন। আমরা অনুরোধ করব অনতি বিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান।


আরো সংবাদ



premium cement