সংসদীয় কমিটির বৈঠকে বিদ্যুতের মিটার নিয়ে হাজির সংসদ সদস্য
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুলাই ২০২৪, ২৩:৪২
বিভ্রান্তি তৈরি হওয়ায় সংসদীয় কমিটির বৈঠকে বিদ্যুতের মিটার নিয়ে হাজির হয়েছেন কমিটির সদস্য (সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য) তানভীর শাকিল জয়।। বিদ্যুৎ-সংযোগ না থাকলেও ওই মিটারে লাল বাতি জ্বলে।
তবে বৈঠকে বিদ্যুৎ মন্ত্রণালয় দাবি করেছে, কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। কিন্তু এতে গ্রাহকের অতিরিক্ত বিল আসবে না।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিদ্যুতের মিটারটি উপস্থাপন করা হয়।
তানভীর শাকিল বলেন, সিরাজগঞ্জ-১ আসনের কিছু গ্রাহক তার কাছে অভিযোগ করেন, বিদ্যুৎ-সংযোগ না থাকলেও মিটারে লাল বাতি জ্বলে। এটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ কারণে তিনি ওই ধরনের একটি মিটার নমুনা হিসেবে বৈঠকে উপস্থাপন করেন। মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।
প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন এবং নিম্নমানের মিটার ক্রয় হয়েছে কি না সেটি খতিয়ে দেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে অনেক সময় এমনটি হতে পারে। তবে এতে অতিরিক্ত বিল আসবে না।