১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ : তাপস

- ছবি - ইন্টারনেট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে।

আজ বুধবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তাপস বলেন, ‘এই ঈদের আমাদের একটি বড় কার্যক্রম থাকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ। আমরা ঈদের দিন দুপুর ২টা থেকে সেই কার্যক্রম শুরু করব। আমরা আশাবাদী গত বছরের মতো এবারো ২৪ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো এবং ঢাকাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী আমরা সবার জন্য উপহার দিতে পারব।’

তিনি বলেন, ‘হাটের বর্জ্য, কোরবানির বর্জ্য, নিয়মিত বর্জ্য সব কিছুই আমাদের পরিষ্কার করতে হয়। আগের রাত থেকে আমাদের প্রায় ৭২ ঘণ্টা একটানা কার্যক্রম চলে, কেউ বিশ্রাম নিতে পারে না।’

এ সময় তাপস দুই দিন, ঈদের দিন ও ঈদের পরের দিনের মধ্যে দক্ষিণ সিটির বাসিন্দাদের কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানান।


আরো সংবাদ



premium cement