১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা কলেজে চালু হতে যাচ্ছে দাবা ক্লাব

- ছবি : সংগৃহীত

ঐতিহ্যবাহী ঢাকা কলেজ দাবা খেলার প্রচার ও প্রসার এবং এই আন্তর্জাতিক খেলাটিকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে ঢাকা কলেজ দাবা ক্লাব নামে খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

ইতোমধ্যে দাবা ক্লাব গঠনের লক্ষ্যে কলেজটি প্রতিটি ক্লাসের আগ্রহী ছাত্রদের নাম নিবন্ধন করতে শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ দাবা ক্লাব গঠন সম্পর্কে বলেন, ‘কলেজের অনেক ছাত্র ভালো দাবা খেলেন। তাদের একত্রিত করে কলেজের দাবা ক্লাব করবো। এখানে আমরা ছাত্রদের জন্য অনুশীলন ও প্রশিক্ষণের ব্যবস্থা করবো, টুর্নামেন্টের আয়োজন করবো। একইসাথে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে সহায়তা করবো। আমার বিশ্বাস আমাদের কলেজের প্রতিভাবান ছাত্ররাও দাবায় ভূমিকা রাখতে পারবেন।’

এ দিকে, ঢাকা কলেজের দাবা ক্লাব গঠনের সূচনালগ্নে পাশে এসে দাঁড়িয়েছেন কলেজের সাবেক ছাত্র নারায়ণগঞ্জ নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার মতুর্জা শরিফুল ইসলাম। পাঠাগারের পক্ষ থেকে ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফের হাতে দাবা শেখার বিভিন্ন বই, দাবা সেট ও দাবা ঘড়ি উপহার দেয়া হয়।

এ সময় চেসবিডি.কম সম্পাদক মোরসালিন আহমেদ, ফিদে আরবিটার মোহাম্মদ শামীম, কলেজের সাবেক ছাত্র মো: বাবর, মর্তুজা মাহাথির ইসলাম, মেহরাব হোসেন রাতুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই দাবা ক্লাব রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে ঢাকা কলেজ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement