পটুয়াখালীতে রেমালের ধ্বংসযজ্ঞ হেলিকপ্টার থেকে দেখলেন প্রধানমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মে ২০২৪, ১৩:২৪, আপডেট: ৩০ মে ২০২৪, ১৪:৩৯
হেলিকপ্টার থেকে পটুয়াখালী জেলার মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকায় ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসযজ্ঞ দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে হেলিকপ্টারটি যখন ধীর গতিতে মাটির অল্প উপর দিয়ে চক্কর দিচ্ছিল, তখন ঘূর্ণিঝড় আক্রান্ত দু’টি এলাকা প্রত্যক্ষ করেন তিনি।
ঢাকা থেকে প্রায় দেড় ঘণ্টা যাত্রা শেষে প্রধানমন্ত্রীকে বহন করা হেলিকপ্টারটি দুপুর ১২টা ২০ মিনিটে পটুয়াখালী জেলার কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে।
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি কলেজে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করার কথা রয়েছে। এরপর তিনি পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শহীদ শেখ কামাল সেতু পরিদর্শন করবেন।
পরে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
পটুয়াখালীর কলাপাড়ায় দিনব্যাপী কর্মসূচি শেষে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ঘূর্ণিঝড় রেমালে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি, ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস এবং ১৯টি জেলার ৩৭ লাখের বেশি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : ইউএনবি