এভারেস্টের পর বাবর আলীর লোৎসে জয়
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ মে ২০২৪, ০৯:৫৮, আপডেট: ২১ মে ২০২৪, ১০:০২
বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন বাবর আলী (৩৩)। মাউন্ট এভারেস্টের পর বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে জয় করেছেন তিনি। এটিই বাংলাদেশের কারো প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দু’টি আট হাজার মিটারেরও বেশি উচ্চতার শৃঙ্গ সামিট।
আজ মঙ্গলবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে) বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে জয় করেছেন তিনি। তিন দিন রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর এ শৃঙ্গ জয় করেন তিনি।
এর আগে রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী।
এর আগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে চার বছরে পাঁচ বাংলাদেশী ছয়বার মাউন্ট এভারেস্ট জয় করেন। কিন্তু এরপরই এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। দীর্ঘ সময় কোনো বাংলাদেশীর সফল অভিযান হয়নি। ১১ বছরের সেই খরা কাটিয়ে রোববার ভোরে মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল-সবুজ পতাকা উড়ান তিনি।
চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন চট্টগ্রামে ছেলে বারব আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি এবং নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হন তিনি। সপ্তাহখানেকের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা