১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে পদক জেতার আশা সৌদি আরবের

এবার প্যারিস অলিম্পিকে কারাতে ইভেন্ট নেই৷ তাই এবার পদকের জন্য ইকুয়েস্ট্রিয়ানের ‘শো জাম্পিং' ইভেন্টই লক্ষ্য সৌদি আরবের - ডয়েচে ভেলে

সৌদি আরব এখন পর্যন্ত ১২টি গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিয়ে দুটি রূপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে৷ আসন্ন প্যারিস অলিম্পিকে এই সংখ্যা বাড়াতে চায় দেশটি৷

২০১২ সালেরলন্ডন অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টে দুটি ব্রোঞ্জ জেতে সৌদি আরব৷ এই সাফল্যের পেছনে আছে বিপুল অর্থ ব্যয়৷ ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ করে ব্রিটিশ ঘোড়া কেনা হয়েছিল৷

এরপর রিও ও টোকিওতে অনুষ্ঠিত পরের দুই অলিম্পিকে এই ইভেন্টের বাছাইপর্ব থেকে বাদ পড়ে যায় সৌদি আরব৷ তাই ২০২২ সালে আরেকটি ব্রিটিশ ঘোড়া কেনে দেশটি৷ সেটি দিয়ে প্যারিস অলিম্পিকেরবাছাইপর্ব উতরে গেছেন সৌদি অ্যাথলিট খালেদ আলমোবতি৷

‘এটা অলিম্পিকে ফেরার জন্য বিশেষ ইকুয়েস্ট্রিয়ান প্রকল্পের ফল ছিল,' বলে রয়টার্সকে জানান সৌদি অলিম্পিক কমিটির ডাইরেক্টর অফ কমিউনিকেশন্স আব্দুল আজিজ আল বাকুস৷

সবশেষ টোকিও অলিম্পিকে ৩৩ জন অ্যাথলিট পাঠিয়েছিল সৌদি আরব৷ এটিই এখন পর্যন্ত অলিম্পিকে অংশ নেয়া দেশটির সবচেয়ে বড় দল৷ তারেগ হামেদি কারাতেতে রূপা জেতায় সৌদি আরবকে খালি হাতে ফিরতে হয়নি৷

তবে এবার প্যারিস অলিম্পিকে কারাতে ইভেন্ট নেই৷ তাই এবার পদকের জন্য ইকুয়েস্ট্রিয়ানের ‘শো জাম্পিং' ইভেন্টের দিকে সৌদি আরব তাকিয়ে থাকবে বলে জানান আল বাকুস৷

প্রথম নারী
দনিয়া আবু তালিব সৌদি আরবের প্রথম নারী অ্যাথলিট যিনি বাছাইপর্বে সাফল্য পেয়ে প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন৷ অর্থাৎ তিনি কোটা ব্যবস্থায় অংশ নিচ্ছেন না৷ ১২ বছর আগে বহিষ্কারের হুমকি পাওয়ার পর লন্ডন অলিম্পিকের দলে মেয়েদের অন্তর্ভুক্ত করেছিল সৌদি আরব৷

অলিম্পিকে দনিয়ার সাফল্য কামনা করেছেন আলবাকুস৷ তিনি আশা করছেন আরো কয়েকজন সৌদি ক্রীড়াবিদ অ্যাথলেটিক্সের বাছাইপর্বে সফল হবেন৷ এখনো জুডো ও টেবিল টেনিসের বাছাইপর্ব বাকি আছে বলে জানান তিনি৷

২০৩৬ অলিম্পিকের আয়োজক?
২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজন করবে সৌদি আরব৷ ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিষয়টিও প্রায় চূড়ান্ত৷ এছাড়া সেই বছরের এশিয়ান গেমসও আয়োজন করবে সৌদি আরব৷ তাই ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম আসাটা প্রায় অনিবার্য৷

‘তবে এই বিষয়ে আলোচনা করাটা এখন অনেক বেশি জলদি হয়ে যাবে,' বলে মন্তব্য করেছেন আলবাকুস৷

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement
শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক

সকল