সাউথ পয়েন্টে কারাতে বেল্ট বিতরণ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ মে ২০২৪, ১৫:১০
রাজধানীর মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুদে কারাতে খেলোয়াড়দের মাঝে বেল্ট বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো: শামসুল আলম পি এস সি (অবঃ)।
অনুষ্ঠানে মালিবাগের ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ ও সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের সহ-সভাপতি জেরিনা ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান অর্থ কর্মকর্তা জনাব সাখাওয়াত উল্লাহ।
গরমকে উপেক্ষা করে সাউথ পয়েন্টের প্রায় ১০০ কারাতে খেলোযাড় নতুন বেল্ট বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়। গরমে বাচ্চাদের মধ্যে অস্বস্তির ভাব লক্ষ্য করা যায়নি বরং নতুন বেল্ট পাওয়ার আনন্দে তারা ছিল উচ্ছ্বসিত।
উল্লেখ্য, সাউথ পয়েন্টের কারাতে দল বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত কারাতে প্রতিযোগিতায় দু’টি স্বর্ণ পদক ও দু’টি রৌপ্য পদক অর্জন করে। বাংলাদেশ জাতীয় দলের কারাতে কোচ জনাব মোজাম্মেল হক মিলন, জান্নাতুল নাঈম শোভন, মহিলা কোচ রাইয়ানা নূর ঐশী, মো: আরিফ প্রতিষ্ঠানে কারাতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠানের স্পোর্টস কোঅর্ডিনেটর শওকত সিদ্দিকী।
ছাত্র-ছাত্রীদের শারীরিক সক্ষমতা বাড়াতে আত্মরক্ষামূলক খেলা কারাতের পাশাপাশি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে নিয়মিত দাবা, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেট প্রশিক্ষণ পরিচালনা করে আসছেন। শওকত সিদ্দিকী খেলাধুলার প্রশিক্ষণ কার্যক্রমে অনুপ্রেরণা ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইতিমধ্যেই অধ্যক্ষ কর্নেল শামস জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কোন খেলায় সাফল্য অর্জন করতে পারলে তাদের বিনা বেতনে বা অর্ধ বেতনে লেখাপড়ার সুযোগ দেয়ার কথা ঘোষণা করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা