১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিবির

- ছবি : সংগৃহীত

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধিত করলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

রোববার রাজধানীর মিরপুরে শহিদ ওয়াহিদুল ইসলাম মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখা সভাপতি এমএ জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি এইচএমএস মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে শিবির সেক্রেটারি বলেন, ‘২০২৪ সালে যারা এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আপনারা দুনিয়ার জীবনের প্রথম ক্যারিয়ারে উত্তীর্ণ হয়েছেন। এটাই শেষ নয়, জীবনে আরো অনেক বড় পথ পাড়ি দিতে হবে। দুনিয়ার এই ক্যারিয়ারের পাশাপাশি নিজেকে ধর্মীয় ও নৈতিক মানদণ্ডে উন্নীত করে দেশ ও জাতির কল্যাণে আরো বেশি ভূমিকা রাখতে হবে। আপনাদের চলার পথ আরো সুন্দর ও মসৃণ হোক এই প্রত্যাশাই করি।’

তিনি আরো বলেন, ‘সৎ হওয়ার পরও অযোগ্যতার জন্য একজন নাগরিক জাতির জন্য তেমন কিছু করতে পারে না। আবার যোগ্যতা সম্পন্ন হয়েও সততা না থাকার কারণে তার কাছ থেকেও জাতি প্রত্যাশিত কিছু পায় না। বরং জাতির জন্য অসৎ যোগ্য নাগরিক অভিশাপে পরিণত হয়। যার প্রমাণ প্রতিদিনই দেশের মানুষ পাচ্ছে। বড় বড় দুর্নীতি ও অপকর্ম করে যারা জাতিকে বার বার লজ্জিত করছে তারা সবাই মেধাবী। অপার সম্ভাবনা এবং পর্যাপ্ত প্রাকৃতিক ও জনসম্পদ থাকার পরও এসব নৈতিকতাহীন মেধাবীদের কারণে জাতি তার সুফল থেকে বঞ্চিত। দেশের সব অশান্তির মূলে রয়েছে এই অসৎ মেধাবীরা। তাই জাতি আর এসব অসৎ মেধাবীদের দেখতে চায় না বরং তাদের কবল থেকে মুক্তি চায়। এ অবস্থায় জাতির হাল ধরতে হবে আজকের মেধাবীদেরকেই। আজকের মেধাবীদের মধ্যে অসৎ কর্মকর্তাদের দ্বারা দখলকৃত দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ স্থান দখল করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় থাকতে হবে।’

সেক্রেটারি জেনারেল আরো বলেন, ‘আজকের মেধাবীদের সাফল্য আমাদেরকে আশান্বিত করেছে। ছাত্রশিবির জাতিকে মেধা ও নৈতিকতা সম্পন্ন নাগরিক উপহার দিতে বাংলার প্রতিটি জনপদে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু যোগ্য নাগরিকই নয় বরং দুনিয়া ও আখিরাতে সফল মানুষ গড়তে ছাত্রশিবিরের প্রচেষ্টা অব্যাহত আছে। আর জাতি এমন নাগরিকই প্রত্যাশা করে। দুনিয়া ও আখিরাতের সফল একজন মানুষ হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবিরের প্রচেষ্টার সাথে হাত মিলিয়ে সহযোগিতা করতে আমরা মেধাবীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত

সকল