পথশিশুদের জন্য ছায়াতলের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ মে ২০২৪, ১৪:২৭, আপডেট: ১০ মে ২০২৪, ১৪:৩৭
ছায়াতল বাংলাদেশ শ্যামলী ইউনিটে পথশিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রজনন স্বাস্থ্য ও চর্ম রোগ বিষয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: কামরুল ইসলাম চৌধুরী, সভাপতি তাহেরা আখতার চৌধুরী, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বিপুল, সদস্য ডা. নুসরাত জাহান দৃষ্টি-সহ ছায়াতল বাংলাদেশ শ্যামলী ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিকে, এতে প্রতিষ্ঠানের ১২৬ জন শিশু অংশ নেয়। এ সময় শিশুদের সাথে আলাপচারিতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ ছাড়াও বিশেষ অংশ জুড়ে ছিল শিশুদের নিরাপদ স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, প্রতিষ্ঠানের সকলের জন্য বিনামূল্যে চর্ম রোগের চিকিৎসা সেবা ও পরামর্শ নিশ্চিতকরণ।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা