১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট ১৪ মে

- ছবি : সংগৃহীত

আগামী ১৪ মে চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক মো: শাহাদাত হোসেন।

এ ফ্লাইটে মদিনা যাবেন ৪১৯ জন হজযাত্রী।

১৪ মে মধ্যরাত ৩টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি। এর আগে ১৩ মে থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রার আনুষ্ঠানিকতা শুরু হবে।

শাহাদাত হোসেন আরো জানান, বাংলাদেশ বিমানের বোয়িং ৭১৭ যোগে ৪১৯ যাত্রী প্রথম ফ্লাইটে মদিনা যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এ বছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট।

এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে।

এর আগে ৯ মে ঢাকা থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে।

ঢাকা থেকে এদিন হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন ৮৩ হাজার ২০২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পালিত হতে পারে হজ।

প্রতি বছর সাধারণত হজের এক মাস আগে থেকে হজ ফ্লাইট শুরু হয়। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ শেষ করে থাকে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement