কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ মে ২০২৪, ১৮:১২
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, কপ-২৯-এ বাংলাদেশের অংশগ্রহণ পরিবেশগত টেকসই ও জলবায়ু সহনশীলতার জন্য তার সক্রিয় অ্যাডভোকেসিকে আরো জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, কপ-২৯ এর প্রস্তুতি জোরদার হওয়ার সাথে সাথে বাংলাদেশ পরিবেশগত পরিচালনা এবং টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সক্রিয়ভাবে জড়িত হওয়ার জন্য প্রস্তুত।
বুধবার (১ মে) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজারবাইজানের প্রেসিডেন্টের পক্ষ থেকে কপ-২৯ এর আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র উপস্থাপনকালে সাবের হোসেন এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কপ-২৯ আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন প্রচেষ্টায় অবদান রাখার লক্ষ্যে কপ২৯-এর মতো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জলবায়ু এজেন্ডাকে এগিয়ে নেয়া, অংশীদারিত্ব জোরদার করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তব পদক্ষেপের অনুঘটক হিসাবে কপ-২৯ কে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে তুলে ধরেন।
এর আগে গত ২৫ এপ্রিল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত পিটার্সবার্গ জলবায়ু সংলাপের ফাঁকে আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক ইয়ালচিন রাফিয়েভের কাছ থেকে কপ-২৯ এর আমন্ত্রণপত্র গ্রহণ করেন পরিবেশমন্ত্রী।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা