আমানসিম সাওতুল কুরআনের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ এপ্রিল ২০২৪, ১৩:৪৫, আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ২২:৪৯
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘আমানসিম সাওতুল কোরআন-২০২৪ এর সিজন-৯ গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৫টা ১০মিনিটে এসএ টিভিতে প্রচারিত হয় এ গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণীর ধারণকৃত অনুষ্ঠান।
গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমান সিমেন্টের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার আলী।
জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে দেয়া হয় নগদ তিন লাখ টাকা, প্রথম রানার্স-আপ দুই লাখ, দ্বিতীয় রানার্স-আপ এক লাখ এবং তৃতীয় রানার্স-আপ অর্জনকারীকে দেয়া হয় নগদ ৫০ হাজার টাকা।
এছাড়া সবার জন্য ক্রেস্ট, সার্টিফিকেট, পাগড়িসহ অন্যান্য গিফট হ্যাম্পার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি