১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


বাংলাদেশের ইসলামী সাহিত্য ও গবেষণা চর্চায় একটি অধ্যায়ের অবসান

আলেম মুক্তিযোদ্ধা মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকাল

মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল আজহারী - ফাইল ছবি।

দেশের প্রখ্যাত আলেম, লেখক, গবেষক ও মুক্তিযোদ্ধা মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল আজহারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফাবা) লেখক-গবেষক ও সম্পাদক, বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

তিনি ১৯৭৫ থেকে ২০০৫ সাল অবধি গণভবন ও সচিবালয় মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তাফসির, হাদিস, ইতিহাস ইত্যাদি বিষয়ে আকর গ্রন্থাবলী অনুবাদ করেন তিনি।

ইফাবার ইসলামী বিশ্বকোষ ও সীরাত বিশ্বকোষের তিনি অন্যতম লেখক ও সম্পাদক। বৃহদায়তন ইসলামী আইন ও আইনবিজ্ঞান গ্রন্থটিরও তিনি অন্যতম সম্পাদক।

মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর জন্ম ১৯৪২ সালের ২৯ মে সিলেটের টুকেরগাঁওয়ে। তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসায় পড়াশোনা করেন। পরে ঢাকায় এসে ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় পড়াশোনা সম্পন্ন করেন।

স্বাধীনতার পরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বহু দেশ সফর করেন। বাংলাদেশ সরকার ১৯৮৬ সালে ইমামদের উচ্চতর প্রশিক্ষণের জন্য সর্বপ্রথম যে দলকে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল, তিনি ছিলেন ওই দলের অন্যতম সদস্য।

তিনি ১৯৭৩ সালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মহানবী সা:-এর জন্ম ও ওফাত বার্ষিকী উপলক্ষে সর্বপ্রথম সিরাতুন্নবী মাহফিলের আয়োজন করেন, যার সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লেখক ও গবেষক হিসেবে তিনি দেশে-বিদেশে পরিচিত ছিলেন। দৈনিক আজাদ ও মাসিক মোহাম্মদীতে লেখালেখির মাধ্যমে তার বিকাশ। তিনি দীর্ঘদিন মহানবী সা:-এর জীবনীর ওপর কয়েক যুগ ধরে ধারাবাহিক স্মরণিকা প্রকাশ করে সীরাত চর্চাকে সামাজিক বিস্তৃতি দেন।

মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর নামাজে জানাযা শুক্রবার রাত ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থান সংলগ্ন আরজাবাদ হুসাইনিয়া মাদরাসায় তার ছোট ভাই আলহাজ্ মাওলানা শেখ মোঃ উবায়দুল্লাহ্ বিন সাঈদ জালালাবাদীর ইমামতিত্বে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তাকে মিরপুর-১১-এর জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

 


আরো সংবাদ



premium cement
গাজায় যুদ্ধবিরতির আদেশ দিতে জাতিসঙ্ঘ শীর্ষ আদালতের প্রতি দ. আফ্রিকার আহ্বান দীর্ঘ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল স্মার্ট চশমায় ‘বিপ্লব’ আনছে গুগল! বৃষ্টিতে ভণ্ডুল ম্যাচ, প্লেঅফে সানরাইজার্স হায়দরাবাদ যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনেও ভারতীয় ‘বিষাক্ত’ ভারতীয় মশলার বিরুদ্ধে কড়াকড়ি গাজায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লিগের মা দিবস-বাবা দিবসের পাঁচালী ব্যাংক খাতে অব্যবস্থাপনার পরিণাম বাইডেন-ট্রাম্প বিতর্ক জুন ও সেপ্টেম্বরে গাজায় ইসরাইলি ট্যাংকের গোলায় নিজেদের ৫ জন সৈন্য নিহত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

সকল