১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাপ পেলেই লকডাউন বাস্তবায়ন করা হবে : ডিএনসিসি মেয়র

মেয়র আতিকুল ইসলাম - ছবি : সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সুনির্দিষ্ট ম্যাপ পেলেই সে অনুযায়ী এলাকাভিত্তিক লকডাউন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘লকডাউন কার্যক্রম শুরু করতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সুনির্দিষ্ট ম্যাপ চাওয়া হয়েছে। আজ বা আগামীকালের মধ্যে সে ম্যাপ দেয়ার কথা আছে। ম্যাপ হাতে পেলেই লকডাউন কার্যক্রম শুরু করা হবে।’

মঙ্গলবার বিকেলে এক ভিডিও বার্তায় মেয়র বলেন, ‘ডিএনসিসির ১৭টি এলাকাকে লকডাউন করা হবে। কারণ সেগুলো রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে বলেছি, ঢাকা উত্তরের কোন অংশ লকডাউন করতে হবে। আমি সুনির্দিষ্টভাবে ম্যাপ তাদের কাছে চেয়েছি। তারা আমাকে বলেছেন, সুনির্দিষ্ট ম্যাপ আমাদেরকে দেবেন।’

মেয়র বলেন, ‘আমরা অপেক্ষা করছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে ম্যাপিং করে দেয়া হবে। ম্যাপিং করে দেয়ার পরপরই পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সিটি করপোরেশন থেকে যা যা করা দরকার সেটি আমরা শুরু করব।’

তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, ভলেন্টিয়ার যারা আছেন, সম্মানিত কাউন্সিলর, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সাথে নিয়ে কী কী করণীয় দরকার যার অভিজ্ঞতা আমরা পূর্ব রাজাবাজার থেকে পেয়েছি সেটি কাজে লাগাবো।

নাগরিকদের সহযোগিতা চেয়ে মেয়র বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব আসুন, আমরা যখন থেকে লকডাউন শুরু করব আমাদেরকে জনগণ যেন সাপোর্ট করেন। অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে গেলে শুধু যে আমরা পারব তা নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই যদি এগিয়ে আসে, সবাই যদি নিয়ম মেনে চলি তাহলে অবশ্যই রেড জোন থেকে ইয়োলো জোন, ইয়োলো জোন থেকে গ্রিন জোনে যেতে পারবো।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement