১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা যুদ্ধে ৬০ শতাংশ হামাস যোদ্ধা হতাহত হয়েছে : ইসরাইল

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইওভ গ্যালান্ট - ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬০ শতাংশ হামাস যোদ্ধা হয় নিহত না হয় আহত হয়েছে।

গ্যালান্ট যুদ্ধের প্রথম নয় মাসে পার্লামেন্টে এক বিবৃতিতে পুনরায় নিশ্চিত করে বলেন, ইসরাইল হামাসকে নির্মূল করার এবং গাজা থেকে সকল পণবন্দীকে ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সংকল্পবদ্ধ।

মন্ত্রী নিষ্ঠা, ত্যাগ ও সাফল্যের সাথে কাজ করার জন্য সৈন্যদের প্রশংসা করেন এবং বলেন, ‘অর্জন অনেক। আমরা হামাসের ৬০ শতাংশকে হয় ধ্বংস না হয় আহত করেছি। এছাড়া ফিলিস্তিনি গ্রুপের ২৪ ব্যাটালিয়ানকে চূর্ণ করেছি।’

মন্ত্রী হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা তাৎক্ষণিক কোনো পরিসংখ্যান তৈরি করতে পারেনি।

গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। পরে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।

গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৮ হাজার ২৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিভাগ নারী ও শিশু।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement