১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ইসরাইলি কমান্ডো নিহত

- ছবি : টাইমস অফ ইসরাইল

গাজায় হামাসের সাথে যুদ্ধে আরেক ইসরাইলি কমান্ডো নিহত হয়েছে। এ নিয়ে স্থল যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৩২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (১০ জুলাই) দেশটির সেনাবাহিনী ওই সেনার মৃত্যুর বিষয় নিশ্চিত করে।

নিহত সেনা সার্জেন্ট ম্যাগলান (২১) ছিল কমান্ডো ইউনিটের সদস্য। তিনি তাল লাহাত এলাকায় নিহত হন।

টাইমস অফ ইসরাইলর খবরে বলা হয়, মঙ্গলবার বিকেলে গাজার তাল লাহত এলাকায় নিহত হন ম্যাগলান। সেখানে তারা ইউএনআরডব্লিউএর সদর দফতরে অভিযান চালিয়েছিল।

ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, ইউএনআরডব্লিউএর ওই সদর দফতরটি হামাস যোদ্ধারা আক্রমণের কাজে ব্যবহার করছিল। সেজন্য তারা ওই হামলা পরিচালনা করে।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement