১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেতানিয়াহুকে দায়ী করল হামাস

নেতানিয়াহুকে দায়ী করল হামাস - ফাইল ছবি

শান্তি আলোচনায় নতুন নতুন বাধা সৃষ্টি করার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। চলতি সপ্তাহে হামাস-ইসরাইল পরোক্ষ আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে এই অভিযোগ করা হলো।

এক বিবৃতিতে হামাস দাবি করে যে তারা আলোচনার জন্য 'নমনীয়তা ও ইতিবাচকতা' প্রদর্শন করলেও নেতানিয়াহু 'অতিরিক্ত বাধা যোগ করছেন।' বিবৃতিতে নেতানিয়াহুর ছলচাতুরি ও অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যস্ততকারীদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া নেতানিয়াহু 'মনোস্তাতাত্ত্বিক যুদ্ধ' করছেন বলেও অভিযোগ করেছে হামাস।

হামাস শান্তি আলোচনার জন্য কিছুটা নমনীয়তা প্রদর্শন করলে যুদ্ধবিরতি এবং পণবন্দী মুক্তির ব্যাপারে আশাবাদের সৃষ্টি হয়। কিন্তু এরপর রোববার নেতানিয়াহু চারটি দাবি জানালে নতুন করে অশ্চিয়তার সৃষ্টি হয়। তার একটি শর্ত ছিল যুদ্ধবিরতি হলেও তারা যেকোনো সময় আবার যুদ্ধ শুরু করতে পারবে।

তার এই দাবি আলোচকদের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারাও এতে ক্ষুব্ধ হয়।

হামাসের ওই বিবৃতির পর কাতারভিত্তিক হামাস নেতা ইসমাইল হানিয়া গাজা সিটিতে ইসরাইলি হামলা বাড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, এটি শান্তি আলোচনা ভণ্ডুল করার একটি চেষ্টা।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে হানিয়া বলেন, মধ্যস্ততাকারীদের উচিত হবে আলোচনা ভণ্ডুল হওয়ার জন্য নেতানিয়অহু এবং ইসরাইলি সেনাবাহিনীকে দায়ী করা।

এদিকে ইসরাইল, মিসর ও মার্কিন কর্মকর্তারা রাফা ক্রসিং আবার খুলে দেয়া এবং মিসর-গাজা সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান ঠেকানোর জন্য আলোচনা শুরু করেছেন। তাদের আলোচনায় পণবন্দীদের মুক্তির বিষয়টিও রয়েছে।

মার্কিন আলোচক দলের নেতৃত্বে রয়েছেন হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রধান ব্রেট ম্যাকগার্ক এবং সিআইএ পরিচালক বিল বার্নস। ইসরাইলি দলের নেতৃত্বে রয়েছেন শিন বেতের প্রধান রোনেন বার। মিসরীয় দলের প্রধান হচ্ছেন গোয়েন্দাপ্রধান আব্বাস কামাল।

গত এপ্রিলে মার্কিন কর্মকর্তারা টাইমস অব ইসরাইলকে বলেছিলেন, হামাস যাতে সিনাই থেকে অস্ত্র পাচার করতে না পারে সেজন্য মিসর ও গাজার মধ্যবর্তী ফিলাডেলফি করিডোরজুড়ে মাটির নিচে প্রাচীর নির্মাণ করার কথা ভাবা হচ্ছে।

সূত্র : টাইমস অব ইসরাইল


আরো সংবাদ



premium cement
টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার

সকল