১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

- ছবি : ইউএনবি

মধ্য সিরিয়ার হোমস প্রদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।

রোববার (৭ জুলাই) মধ্য সিরিয়ার হোমস প্রদেশে দক্ষিণে প্রবেশ সেতুতে এই দুর্ঘটনা ঘটে বলে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশ থেকে রাজধানী দামেস্কের উদ্দেশে যাত্রী বহনকারী একটি বাস হোমস-দামেস্ক মহাসড়কের একটি সেতুর ডাইভারশনে উল্টে গেলে এ ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই হোমস ট্রাফিক শাখার টহল পুলিশ, বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে অ্যাম্বুলেন্সও গিয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement