পশ্চিমতীরে প্রায় সাড়ে ৫ হাজার নতুন আবাসনের অনুমোদন নেতানিয়াহুর
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৬
ফিলিস্তিনের পশ্চিমতীরে নতুন ৫ হাজার ৩০০ আবাসনের অনুমোদন দিয়েছে ইসরাইলের ক্ষমতাসীন সরকার। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) এই পরিকল্পনাটি পাস হয়েছে বলে জানা গেছে।
ইসরাইলের সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ফের শুরু করতে চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেজন্য ইতোমধ্যে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
রাজনীতি বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে নেতানিয়াহুর সামনে বড় দু’টি চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। প্রথমটি হলো হিজবুল্লাহ এবং দ্বিতীয়টি হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান। দু’টো চ্যালেঞ্জই তার নেতৃত্বাধীন সরকারের জন্য স্পর্শকাতর।
সূত্র : এপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা