জেনিন শরণার্থী শিবিরের বিস্ফোরণে অন্তত ১৭ ইসরাইলি সেনা আহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জুন ২০২৪, ১৭:৪২
ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে একটি বিস্ফোরণ ঘটিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতে অন্তত ১৭ ইসরাইলি সেনা আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, আমরা রিপোর্ট করেছি যে জেনিন শরণার্থী শিবিরে তীব্র সংঘর্ষের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলি বাহিনীকে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১৭ জন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়। ঘটনাস্থলের ফুটেজে দেখা যাচ্ছে, ইসরাইলি হেলিকপ্টার আহতদের সরিয়ে নিচ্ছে।
সূত্রটি আরো জানিয়েছে, বুলডোজার, ড্রোন এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সহায়তায় ওই এলাকায় হামলা চালায় ইসরাইল। এরপর ইসরাইলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করে।
সূত্র : আল জাজিরা