১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দক্ষিণ লেবাননে বেসামরিক প্রতিরক্ষা দলকে হামলা করল ইসরাইল

- ছবি : মস্কো টাইমস

ইসরাইল দক্ষিণ লেবাননে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে হামলা করেছে। সোমবার (২৪ জুন) লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের তাইবা গ্রামে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে আর্টিলারি শেল দিয়ে আঘাত করেছে। ওই সময় দলটি গ্রামে আগুন নিভানোর কাজ করছিল। এ ঘটনায় হতাহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করার আগেই বুকে ছুরি দিয়ে আহত করা হয়েছিল।

সূত্রটি আরো জানিয়েছে, হামাসের অভূতপূর্ব হামলার পরিপ্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হয়। এর পর থেকে ইসরাইল ও হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করেছে।

এদিকে, বিশেষ বিবেচনায় গাজার কেরেম শালোম ক্রসিং ব্যবহারের অনুমতি দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। সোমবার (২৪ জুন) ফিলিস্তিনি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিরা কেরাম শালোম ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করতে পারবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবার প্রথমবারের মতো এই অনুমতি দিয়েছে তারা। তবে কাঙ্ক্ষিত ব্যক্তি এবং উগ্রবাদীদের পলায়ন রোধ করতে সিভিল প্রশাসনের কর্মীদের সাথে নিরাপত্তা পরীক্ষা এবং সমন্বয়ের পরে ক্রসিং ব্যবহারের অনুমতি দেয়া হবে।

দক্ষিণ কমান্ডের সূত্রগুলো নিশ্চিত করে বলেছে, এটি একটি প্রাথমিক পদক্ষেপ। এতে ফিলিস্তিনি রোগীদের মিসরের সাথে সমন্বয় করে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেয়া হয়েছে।

এছাড়াও, মানবিক প্রয়োজনে বিশেষ পারমিটধারীরা চলে যেতে সক্ষম হবে। প্রায় দুই মাস আগে ডিভিশন ১৬২ রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি দিকটি দখল করে নেয়। পরে তারা স্থানান্তরের মাধ্যমে পণ্য ও নাগরিকদের প্রবেশ ও প্রস্থান বাধা দেয়।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল