লোহিত সাগরে হাউছিদের ড্রোন হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুন ২০২৪, ০৯:৩৩
লোহিত সাগরে একটি জাহাজের ওপর আকাশপথে ড্রোন হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নৌ-চলাচলের গুরুত্বপূর্ণ এই পথকে লক্ষ্য করে ইয়েমেনের হাউছি যোদ্ধাদের চালানো সর্বশেষ হামলা এটি।
রোববার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এই আক্রমণ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র তাদের রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারকে আট মাসের অভিযান শেষে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এই জাহাজটি হাউছিদের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রত্যুত্তর দেয়ার কাজে নেতৃত্ব দেয়।
এসব হামলার কারণে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে নৌ-চলাচল উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। হাউছিদের কথায়, যতদিন পর্যন্ত গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ চলতে থাকবে, ততদিন পর্যন্ত তারা এসব হামলা চালিয়ে যাবে।
ড্রোন হামলাটি সূর্যোদয়ের সময়ে বন্দরনগরী হোবেইদার উপকূলে ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার।
তারা জানায়, হামলায় জাহাজের ক্ষতি হলেও নাবিকরা ‘নিরাপদ আছেন বলে খবর পাওয়া গেছে।’ ক্ষতির মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য না জানলেও সংস্থাটি জানায়, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
প্রাইভেট নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে, হামলার শিকার জাহাজটি লাইবেরিয়ার পতাকা বহনকারী একটি মালবাহী জাহাজ। এটি চীনের চিংদাও-এর উদ্দেশে রওনা হয়েছিল।
হাউছিরা সুনির্দিষ্ট জাহাজকে লক্ষ্য করে ৬০টিরও বেশি হামলা চালিয়েছে এবং এসব হামলায় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। তাদের এই অভিযানে মোট চার নাবিক নিহত হয়েছেন।
নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত তারা একটি জাহাজ দখল এবং অপর দুই জাহাজ ডুবিয়েছে। জানুয়ারি থেকে হাউছিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা পরিচালিত হচ্ছে।
হাউছিরা বলছে, ৩০ মে বেশ কয়েক দফা হামলায় অন্তত ১৬ জন নিহত ও ৪২ জন আহত হয়।
তারা জানায়, তারা ইসরাইল, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হামলা চালায়। তবে তারা এমন অনেক জাহাজে হামলা চালিয়েছে, যার সাথে ইসরাইল-হামাস যুদ্ধের কোনো সম্পর্ক নেই। এর মধ্যে হাউছিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের উদ্দেশে যাত্রারত জাহাজও রয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা