১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজার পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অনাচার’ বললেন জাতিসঙ্ঘ প্রধান

- সূত্র : আল-জাজিরা

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস গাজার জটিল ও বিশৃঙ্খল পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অনাচার’ হিসেবে বর্ণনা করেছেন।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গুতেরেস বলেছেন, গাজার পরিস্থিতি সম্পূর্ণ অনাচারের পরিস্থিতি হয়ে উঠেছে। গাজার অভ্যন্তরে মানবিক সহায়তা -সহ বেশিরভাগ ট্রাকগুলো এখন লুট করা হচ্ছে। কারণ এটি এমন একটি যুদ্ধ যা অন্য যেকোনো যুদ্ধের থেকে আলাদা।

‘অধিকাংশ অঞ্চলে কোনো কর্তৃত্ব নেই’ এবং ‘গাজায় সম্পূর্ণ বিশৃঙ্খলা’ বিরাজ করছে বলে তিনি জানান।

এর কারণ হিসেবে তিনি ইসরাইলকে দোষারোপ করে বলেন, ইসরাইল এমনকি তথাকথিত নীল পুলিশকেও আমাদের কনভয়গুলোকে এসকর্ট করার অনুমতি দেয় না কারণ এটি স্থানীয় প্রশাসনের সাথে যুক্ত একটি স্থানীয় পুলিশ।

তিনি বলেন, এই সব কারণে গাজার মধ্যে সাহায্য বিতরণ করা ‘অত্যন্ত কঠিন’ করে তুলেছে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ই্সরাইলি হামলায় আরো ৩৫ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৩১ জনে। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৮৫ হাজার ৬৫৩ জন ফিলিস্তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল