১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘রাফায় হামাসকে নির্মূল করা যায়নি’

- ছবি : সংগৃহীত

রাফায় হামাস নির্মূল হয়নি বলে জানিয়েছে দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি) নামের দু’টি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, দু’টি ফিলিস্তিনি সশস্ত্র দল বৃহস্পতিবার গাজা শহরের জাইতুন এলাকার উপকণ্ঠে জড়ো হয়েছিল। এরপর তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মর্টার শেল নিক্ষেপ করে। এদিন মধ্য ও পশ্চিম রাফায়ও ‘কৌশলগতভাবে পরিশীলিত’ আক্রমণ পরিচালনা করেছিল তারা।

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক দু’টি জাইতুনের হামলায় হতাহতের তথ্য দেয়নি। তবে ইসরাইলের সামরিক বাহিনী শুক্রবার বলেছে যে মর্টার হামলায় দুই সেনা নিহত হয়েছে।

আইএসডব্লিউ বা সিটিপির সর্বশেষ যৌথ প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার পশ্চিম রাফায় হামলায় জড়িত হামাস যোদ্ধারা শহরের তালুস-সুলতান এলাকায় ইসরাইলি একটি ট্যাঙ্কে আক্রমণ করে। সেখানে তারা একটি সমাহিত ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছে। আর কেন্দ্রীয় রাফায় হামাস যোদ্ধারা একটি জটিল মাল্টিস্টেজ অ্যাটাক চালায়। এ সময় রকেট চালিত গ্রেনেড দিয়ে চারটি ইসরাইলি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করা হয়। তারপর শাবোরা শরণার্থী শিবিরের সরু গলিপথে যানবাহন থেকে নেমে আসা ইসরাইলি সেনাদের তাড়া করে।

আইএসডব্লিউ বা সিটিপি রিপোর্টে বলা হয়েছে, ‘এই আক্রমণগুলোর পরিশীলিত প্রকৃতির জন্য পরিকল্পনা, সমন্বয় এবং সংগঠনের প্রয়োজন ছিল। এতে প্রমাণিত হয় যে শাবোরা এবং পশ্চিম রাফায় হামাসের দু’টি ব্যাটালিয়ন সমন্বিত লড়াইয়ের ইউনিট রয়ে গেছে। সেগুলোকে সম্পূর্ণভাবে পরাজিত করা বা গুরুতরভাবে অবনমিত করা সম্ভব হয়নি।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement