হজ করতে গিয়ে সৌদি আরবে গরমে মৃত ১৯
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ০৯:৪৯
অন্তত ১৮ লাখ মানুষ ঈদ উপলক্ষে সৌদি আরবে গেছেন। তারই মধ্যে দেশের তাপমাত্রা ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মৃত ১৯ জনই তাদের দেশের মানুষ। হিট স্রোকে তাদের মৃত্যু হয়েছে।
হজ করতে গিয়ে পাঁচজন ইরানের পর্যটকেরও এবছর মৃত্যু হয়েছে। ইরানের কর্মকর্তারা এই তথ্য জানালেও মৃত্যু কারণ নির্দিষ্ট করে বলা হয়নি। তবে মনে করা হচ্ছে, তাদেরও গরমে মৃত্যু হয়েছে।
ঈদের আগের দিন জর্ডানের ১৯ জন নাগরিকের মৃত্যু খবর মিলেছে। ওই দিন হজের শেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি হচ্ছিল। যার নাম শয়তানকে পাথর মারা।
জর্ডান জানিয়েছে, সৌদি আরবে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। লাগাতার তাপপ্রবাহ চলছে। তারই মধ্যে সেখানে হাজির হয়েছেন লাখ লাখ মানুষ। তারা হজের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বেশিরভাগ অনুষ্ঠানই খোলা আকাশের নিচে হয়। অনেকেই খালি পায়ে সেই অনুষ্ঠানে যোগ দেন। সৌদি আরবের কর্মকর্তারা অবশ্য বিভিন্ন জায়গায় বাতাসের ব্যবস্থা করেছেন। হজযাত্রীদের জায়গায় জায়গায় পানি দেয়া হচ্ছে। প্রবল রোদে কেউ যাতে বাইরে না বার হন, সে কথাও বলা হচ্ছে। বিভিন্ন জায়গায় তৈরি রাখা হয়েছে মেডিক্য়াল ইউনিট।
সৌদির এক কর্মকর্তা সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, গত বছর ১০ হাজার মানুষ গরমের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তা-ই এবছর বিশেষ ব্য়বস্থা নেয়া হয়েছে।
গত পাঁচ বছরে হজকে কেন্দ্র করে পরিকাঠামোর অনেক উন্নতি ঘটানো হয়েছে। মক্কায় হজযাত্রীদের সংখ্যাও নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে রোববারের শয়তানকে পাথর মারা অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছিল। গরমের মধ্যে লাখ লাখ মানুষ ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই জর্ডানের ১৯ জনের মৃত্যু হয়।
সূত্র : ডয়চে ভেলে