গাজায় ইসরাইলি বাহিনীর উপর ফের হামাসের হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জুন ২০২৪, ১৮:৪৫
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড গাজায় ইসরাইলি বাহিনীর ওপর নতুন হামলার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৫ জুন) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, নতুন ওই হামলাটি পূর্ব গাজার জাইতুন শহরের কাছাকাছি স্থানে করা হয়েছে। এতে ইসরাইলি বাহিনীতে হতাহত ঘটেছে।
দলটি জানিয়েছে, এ ঘটনার পর আল-কাসসাম যোদ্ধারা একটি ইসরাইলি হেলিকপ্টার সনাক্ত করেছে। সেটার মাধ্যমে হতাহতদের সরিয়ে নিতে দেখা গেছে।
আল-কাসাম বলেছে, তাদের যোদ্ধারা পূর্ব জাইতুন এলাকায় একটি টানেল খাদ বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ইসরাইলি সৈন্যদের মধ্যে হতাহত হয়েছে।
তারা আরো জানিয়েছে, রাফা শহরের দক্ষিণাঞ্চলে তাল আল-সুলতান এলাকায় ইসরাইলি বাহিনীর উপর মর্টার শেল নিক্ষেপ করেছে আল কাসসাম। একই এলাকায় রকেট চালিত গ্রেনেড দিয়ে একটি ইসরাইলি ট্যাঙ্ককেও লক্ষ্যবস্তু করেছে তারা।
তবে এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।
এর আগে ইসরাইলি বাহিনী দক্ষিণ ও মধ্য গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রাখার কথা জানিয়েছে। তারা দাবি করেছে যে গত ২৪ ঘণ্টায় তাদের বাহিনী বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করেছে এবং অনেক অস্ত্র ও ভূগর্ভস্থ টানেল খোলার সন্ধান করেছে।’
৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় প্রায় ৩৭ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরো ৮৫ হাজার আহত হয়েছে।
চলমান যুদ্ধে আট মাসেরও বেশি সময় ধরে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে আছে।
ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার জন্য অভিযুক্ত রয়েছে। তাদের সর্বশেষ রায়ে তেল আবিবকে অবিলম্বে দক্ষিণ শহর রাফায় কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেখানে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি যুদ্ধের আগে আশ্রয় নিয়েছিল।
সূত্র : মিডল ইস্ট মনিটর