গাজা যুদ্ধ : ইসরাইলে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প স্থগিত করলো মার্কিন শিল্প প্রতিষ্ঠান
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুন ২০২৪, ১৯:১১
ইসরাইলে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প স্থগিত করেছে মার্কিন শিল্প প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশন। ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২-এর এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্ল্যান্টের কাজ স্থগিত করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে মার্কিন শিল্প প্রতিষ্ঠান ইন্টেল। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে মার্কিন কোম্পানিটি প্রকল্প স্থগিত করার সরাসরি কোনো কারণ বলেনি। তবে তারা টাইমলাইন পরিবর্তনের সাথে বড় প্রকল্পগুলোকে সামঞ্জস্য করার প্রয়োজনীয়তার উপর জোর দেয়।
ইন্টেল এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের বিশ্বব্যাপী উত্পাদন এবং গবেষণা ও উন্নয়ন সাইটগুলোর মধ্যে একটি ইসরাইলে রয়েছে। আমরা এই অঞ্চলে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। বড় আকারের প্রকল্পগুলো পরিচালনা করা, বিশেষ করে আমাদের শিল্পে প্রায়ই পরিবর্তন ঘটে। সেটি সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়। আমাদের সিদ্ধান্তগুলো ব্যবসায়িক অবস্থা, বাজারের গতিশীলতা এবং দায়িত্বশীল মূলধন ব্যবস্থাপনার উপর ভিত্তি করে নেয়া হয়।
ডিসেম্বরে ইসরাইলের সরকার দক্ষিণ ইসরাইলে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের চিপ প্ল্যান্ট নির্মাণের জন্য ইন্টেলকে ৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সম্মত করে। এরপর এটিকে দেশের সর্বকালের বৃহত্তম আন্তর্জাতিক বিনিয়োগ বলে অভিহিত করে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা