উত্তর ইসরাইলে দেড় শতাধিক রকেট ব্যারেজ উড়িয়ে দিলো হিজবুল্লাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুন ২০২৪, ১৭:২৮
লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরাইলে দেড় শতাধিক রকেট ব্যারেজ উড়িয়ে দিয়েছে। বুধবার (১২ জুন) ইসরাইলের আর্মি রেডিও এই তথ্য জানিয়েছে।
সূত্রটি বলেছে, বুধবার সকালে উত্তর ইসরাইলের বিভিন্ন স্থানে মেরন এলাকার ৭০টিসহ মোট দেড় শতাধিক রকেটের ব্যারেজ ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় হিজবুল্লাহ দায় স্বীকার করেছে। তারা বলেছে, গত বছরের অক্টোবরে হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ শুরুর পর নিহত হওয়া জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার তালেব আবদুল্লাহকে হত্যা করার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে।
এ হামলার সময় সাফেদ এবং টাইবেরিয়াসের শহরগুলোতে রকেট সাইরেন বেজেছিল।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে উত্তর ইসরাইলে বাজানো সাইরেন অনুসরণ করে লেবানন থেকে আনুমানিক ৯০টি প্রজেক্টাইল ক্রসিং শনাক্ত করা হয়েছিল। কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছিল। আর অন্যগুলো উত্তর ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছিল। ফলস্বরূপ বেশ কয়েকটি এলাকায় আগুন লেগে যায়। বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।’
ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় একটি খোলা জায়গায় আগুন লেগে গিয়েছিল। সেটি নিভানোর জন্য কাজ চলমান রয়েছে।
তবে এ ঘটনায় ম্যাগেন ডেভিড অ্যাডম ঘোষণা করেছেন যে তারা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পায়নি।
সূত্র : জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা