বন্দী ছেলে উদ্ধারের দিনে মারা গেলেন বাবা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২৪, ১৫:১৫, আপডেট: ০৯ জুন ২০২৪, ১৫:১৯
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ছেলে আলমগির মির জানের উদ্ধারের কয়েক ঘণ্টা আগে মারা গেছেন তার বাবা। ছেলেকে শেষ দেখা হলো না তার।
রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকৃত বন্দী মির জানের বাবা তার ছেলে বাড়িতে আসছে তা জানার কয়েক ঘণ্টা আগেই মারা যান।
আলমগিরের ফুপু দিনা জান জানান, ‘আমার ভাই শোকে মারা গেছেন। তার ছেলেকে দেখতে পাননি। আলমগির ফেরার আগের রাতে আমার ভাইয়ের হার্ট থেমে গেল।’
তিনি বলেন, ‘আমার ভাই ইয়োসি (আলমগিরের বাবা) পুরো আট মাস ধরে টেলিভিশনের সাথে আটকে ছিলেন। প্রতিটি তথ্য তিনি মনোযোগ দিয়ে শুনতেন।’
ইয়োসি জান ৫৭ বছর বয়সে মারা গেছেন। আজ তাকে সমাহিত করা হবে। তবে সেখানে জনসাধারণকে উপস্থিত না হওয়ার জন্য অনুরোধ করেছে তার পরিবার।
সূত্র : দ্যা জেরুসালেম পোস্ট