১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উত্তর ইসরাইলে হিজবুল্লার হামলা, আহত ১১

- ছবি : সংগৃহীত

লেবানন থেকে উত্তর ইসরাইলে গোলা ছুঁড়েছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে ১১ জন আহত হয়েছে। বুধবার (৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, লেবানন থেকে ছোড়া গোলাগুলো সাইরেন সক্রিয় না করেই হারফিশে আঘাত হেনেছে। তিনি আরো বলেন, উত্তর ইসরাইলের গ্যালিলে বিস্ফোরণ সম্পর্কে আমাদের কাছে আরো তথ্য রয়েছে।

ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎজ জানিয়েছে, হিজবুল্লার ছোড়া গোলায় হারফিশ শহরের অন্তত ১১ ইসরাইলি আহত হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতির যেকোনো প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে হামাস। বুধবার (৫ জুন) হামাস প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাস বলেছে যে যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলের সম্পূর্ণ প্রত্যাহার এবং ইসরাইলি বন্দী ও ফিলিস্তিনি বন্দীদের অদলবদল চুক্তির উপর ভিত্তি করে যেকোনো যুদ্ধবিরতি প্রস্তাবের সাথে তারা ইতিবাচকভাবে সাড়া দেবে।

হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের জনগণের ইচ্ছা ও সাহসী প্রতিরোধ প্রমাণিত হয়, এমন অবস্থানই গ্রহণ করব।

এদিকে, যুদ্ধোত্তরা গাজা নিয়েও হামাস তার মনোভাব প্রকাশ করেছে। জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও ফাহাতের মাঝে একটি সমন্বয় হয়েছে। নানা বৈঠকের মধ্যে এই সমন্বয় ঘটেছে। বৈঠকগুলোতে হামাস ইঙ্গিত করেছে যে গাজা যুদ্ধের পরে ইসলামি গোষ্ঠীটি ক্ষমতায় প্রভাব বজায় রাখতে পারে।

হামাস এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির মধ্যে আলোচনা জুনের মাঝামাঝি চীনে অনুষ্ঠিত হবে বলে উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন। তারা সাম্প্রতিক দুই দফা বৈঠক করেছেন। একটি চীনে এবং অন্যটি রাশিয়ায়। তবে এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গাজার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মধ্যে পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানে মূল বিষয় থাকবে, কিভাবে যুদ্ধোত্তর গাজা পরিচালিত হবে।

পশ্চিমতীরে ফিলিস্তিনি রাজনীতি নিয়ন্ত্রণকারী ফাতাহ পার্টির কর্মকর্তাদের সাথে হামাসের রাজনীতিবিদদের বৈঠক ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধোত্তর শৃঙ্খলা তৈরির ইঙ্গেত প্রদান করে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

সকল