১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমিরাতে ডিজিটাল প্লাটফর্মে লাইসেন্স ছাড়া কোরআন শিক্ষাদানে নিষেধাজ্ঞা

আমিরাতে ডিজিটাল প্লাটফর্মে লাইসেন্স ছাড়া কোরআন শিক্ষাদানে নিষেধাজ্ঞা - প্রতীকী ছবি

লাইসেন্স ছাড়া কোরআন শিক্ষা দেয়- ডিজিটাল প্লাটফর্মগুলোর এমন সব প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার (৪ জুন) উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পবিত্র কোরআন শিক্ষা দেয়ার জন্য কোনো কেন্দ্র প্রতিষ্ঠা বা পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

গত রোববার (২ জুন) নাগরিকদের জন্য একটি নির্দেশনা জারি করে আমিরাত সরকার, যেখানে ডিজিটাল প্লাটফর্মগুলোতে কোরআন শিক্ষাদানে নিয়োজিত লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলো দ্বারা সৃষ্ট সমস্যাগুলোকে হাইলাইট করা হয়েছিলো।

ইসলামিক অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হয়, তরুণ প্রজন্মের সুরক্ষার জন্য ধর্মীয় শিক্ষার বৈধতা নিশ্চিত করা জরুরি।

নির্দেশনাতে অভিভাবকদেরও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে লাইসেন্সবিহীন পাঠদান কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি জানাতে আবেদন করা হয়েছে।

-ডেইলি জংগ অবলম্বনে ইমাম হুসাইনের অনুবাদ

 


আরো সংবাদ



premium cement