ইসরাইল-হামাস যুদ্ধবিরতির সমর্থন দিতে নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্রের আহ্বান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১৬:১১
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্থাপিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র সোমবার নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব ঘোষণা করেছে। একই সাথে হামাসকে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘মধ্যপ্রাচ্য অঞ্চলসহ অনেক নেতা এবং সরকার এই পরিকল্পনাকে সমর্থন করেছে।’
বার্তাসংস্থা এএফপির দেখা খসড়া প্রস্তাবে ৩১ মে ঘোষিত নতুন চুক্তিকে স্বাগত জানানো হয় এবং হামাসকে সম্পূণরুপে এটি গ্রহণ করার এবং বিলম্ব না করে শর্ত ছাড়াই প্রস্তাবের শর্তাবলী বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
বাইডেন শুক্রবার রূপরেখা দিয়েছেন, এতে তিনি ইসরাইলি পরিকল্পনায় বলেন যে তিনটি পর্যায়ে রক্তক্ষয়ী সঙ্ঘাতের অবসান ঘটাবে, সমস্ত পণবন্দী মুক্ত হবে এবং ক্ষমতায় হামাসের উপস্থিতি ছাড়াই বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের পুনর্গঠনের দিকে পরিচালিত করবে।
যদিও দুই মিত্রের মধ্যে ফাটল দেখা দেয় যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জোর দিয়েছিল যে হামাসের সামরিক ও শাসন ক্ষমতার ধ্বংসসহ ইসরাইলের সমস্ত ‘লক্ষ্য অর্জন’ না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।
বাইডেনের যুদ্ধবিরতির বক্তৃতা এবং নেতানিয়াহুর দলের সাথে কিছু জরুরি বিষয় কতটা সমন্বিত হয়েছিল, যুদ্ধবিরতি কতদিন চলবে এবং কতজন বন্দীকে মুক্তি দেয়া হবে এবং কখন মুক্তি পাবে এ নিয়ে ইসরাইলি গণমাধ্যম প্রশ্ন করেছে।
সোমবারের আগে, হোয়াইট হাউস বলেছিল যে বাইডেন মধ্যস্থতাকারী কাতারের আমিরকে বলেন, তিনি হামাসকে গাজায় ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির একমাত্র বাধা’ হিসেবে দেখেছেন এবং প্রস্তাবটি মেনে নেয়ার জন্য হামাসকে চাপ দেয়ার জন্য আমিরকে আহ্বান জানিয়েছেন।
হামাস গত সপ্তাহে বলেছে, তারা বাইডেনের রূপরেখাকে ‘ইতিবাচকভাবে’ দেখেছে, কিন্তু তারপর থেকে স্থবির আলোচনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। যদিও মধ্যস্থতাকারী কাতার, মিসর এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নতুন আলোচনা ঘোষণা করেনি।
বাইডেন শুক্রবারের তার ঘোষণার আগে, আন্তর্জাতিক আদালতের সাম্প্রতিক আদেশের উল্লেখ করে আলজেরিয়া গত সপ্তাহে একটি খসড়া রেজোলিউশন প্রচার করেছিল যাতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দক্ষিণ গাজা শহর রাফাহতে ইসরাইলি আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে।
সূত্র : বাসস