কাবা শরিফের সামনে বিয়ের পর নবদম্পতির ওমরাহ আদায় (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মে ২০২৪, ১৬:৪৯, আপডেট: ৩১ মে ২০২৪, ১৭:০৫
পবিত্র কাবাঘরের সামনে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ভারতীয় এক নবদম্পতি। নতুন জীবনে প্রবেশের পরই পবিত্র ওমরাহ আদায়ের সৌভাগ্য অর্জন করেছেন তারা।
গত বুধবার (২৯ মে) আরবি সংবাদমাধ্যম আলওয়াতান নিউজ বিষয়টি নিশ্চিত করে। আল-ওয়াতান জানায়, বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতি বলেন, আমরা আমাদের জীবনের একটি স্বপ্ন পূর্ণ করতে সক্ষম হলাম।
কাবার সামনে বিয়ে- অভিনব এ ঘটনাটি ইনিস্টাগ্রাম একাউন্টে লাইভ সম্প্রচার করেন লামিস সালামা নামের এক সাংবাদিক। তার ভিডিওতে দেখা যায়- কাবা শরিফের সামনে নবদম্পতি বিবাহ উদযাপন করছেন।
বিয়ের বিশেষ পোশাক ও ঐতিহ্যবাহী বোরখা পরে উপস্থিত হন কনে সুলতানা। আর বরের পরনে ছিল সৌদির ঐতিহ্যবাহী পোশাক। নিজেদের স্বপ্ন পূরণ করার মুহূর্তে নবদম্পতিকে আনন্দে উচ্ছ্বসিত ও আপ্লুত দেখা গেছে।
এ সময় তারা বলেন, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গাতে আমরা আংটি পরেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।
সাংবাদিক লামিস সালামা বলেন, ভারতীয় নবদম্পতি তাদের পরিবারকে সাথে নিয়ে মক্কায় বিবাহ করার সিদ্ধান্ত নেন। তারা সেখানে ফুলের তোড়া, মুকুট ও বিবাহের পোশাক সাথে নিয়ে আসেন।
-আলওয়াতান নিউজ অবলম্বনে ইমাম হুসাইনের অনুবাদ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা