১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় যুদ্ধবিরতি : হামাসের সুস্পষ্ট ঘোষণা

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার - ফাইল ছবি

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজায় ইসরাইলের আগ্রাসন অব্যাহত থাকলে তারা আর কোনো পরোক্ষ আলোচনায় অংশ নেবে না। তবে ইসরাইল যদি গাজায় হামলা বন্ধ করে তবে তারা বন্দী বিনিময়সহ 'পূর্ণ চুক্তি' করতে রাজি।

বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ গ্রহণ করার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস এই সুস্পষ্ট ঘোষণা দেয়। গাজা পরিচালনাকারী হামাসের সাথে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি আলোচনায় বর্তমানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হামাস চলতি মাসের প্রথম দিকে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিলেও ইসরাইল তা গ্রহণ না করায় সমঝোতা হয়নি।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রাফায় হামলা বন্ধ করার নির্দেশ দেয়ার পরও ইসরাইল সেখানে ভয়াবহ আক্রমণ চালিয়ে যাচ্ছে।

হামাস জানায়, তারা আলোচনার সময় যথেষ্ট নমনীয়তা প্রদর্শন করেছে। তারা 'ইতিবাচক' মনোভাব নিয়ে আগের রাউন্ডের আলোচনায় যোগ দিয়েছিল। তারা ৬ মে যুদ্ধবিরতি প্রস্তাব মেনেও নিয়েছিল।

হামাসের বিবৃতিতে বলা হয়, 'হামাস এবং ফিলিস্তিনি গ্রুপগুলো আমাদের জনগণের ওপর আগ্রাসন, অবরোধ, দুর্ভিক্ষ ও গণহত্যা অব্যাহত থাকার পরও অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাওয়ার নীতি গ্রহণ করতে পারে না।'

এতে বলা হয়, আজ আমরা আলোচকদের আমাদের পরিষ্কার অবস্থান জানিয়ে দিয়েছি যে দখলদাররা যদি গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে এই যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করে তবে আমরা ব্যাপকভিত্তিক বিনিময় চুক্তিসহ পূর্ণ সমঝোতা করতে রাজি।

আগের আলোচনাগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত ছিল। হামাস বার বার বলে আসছিল যে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা, গাজা থেকে ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুতদের বিনা বাধায় বাড়িঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করা ছাড়া কোনো চুক্তি গ্রহণ করবে না।

ইসরাইল হামাসের দাবিগুলোকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে বলেছে, তারা হামাসকে গাজা থেকে উৎখাত করতে চায়।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলের ভেতর থেকে ২৪০ জনের বেশি লোককে ধরে আনে। ইসরাইল এরপর গাজায় হামলা শুরু করে। এতে ৩৬ হাজারের বেশি লোক নিহত হয়। আর ইসরাইলি হামলায় গাজার বেশিভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গত নভেম্বরে ইসরাইল ও হামাসের মধ্যকার প্রথম রাউন্ড আলোচনায় প্রায় ১০০ বন্দীকে মুক্তি দেয় হামাস।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement