গাজা-ফিলিস্তিন যুদ্ধ : ৬ জাহাজের হামলার দাবি হাউছিদের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মে ২০২৪, ২১:০৭
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউছি সম্প্রদায়ের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের যোদ্ধারা আরো ছয়টি জাহাজে হামলা চালিয়েছে। বুধবার (২৯ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাউছি সম্প্রদায়ের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিস্তৃত অভিযানে অংশ নিয়েছিল। এই অভিযানটি লোহিত সাগর ও ভূ-মধ্যসাগরে চালানো হয়েছিল। এ সময় তারা ছয়টি জাহাজে হামলা চালিয়েছে।
সারি আরো বলেন, এই অভিযানটি হাউছিদের জাহাজের বিরুদ্ধে আক্রমণের ঘোষণা সম্প্রসারণের অংশ ছিল। এর মধ্য দিয়ে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করা হচ্ছে।
এদিকে, তেহরান হাউছিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপনযোগ্য ব্যালিস্টিক মিসাইল ‘গদর’ দিয়েছে। ইয়েমেন ও এর আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি প্রভাবের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্রটি আরো জানিয়েছে, ইরান হাউছিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা