রাখাইনে জান্তা ও এএর সঙ্ঘাতে বাস্তুচ্যুত হচ্ছেন রোহিঙ্গারা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২৪, ০০:২৮
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে জান্তা বাহিনী ও জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে সঙ্ঘাত বেড়েছে। এতে ফের বাস্তুচ্যুত হচ্ছেন সেখানে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজন। ইতোমধ্যে ৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, জাতিসঙ্ঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, সঙ্ঘাত থেকে বাঁচতে মে মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ রোহিঙ্গা সীমান্তবর্তী বাংলাদেশের কক্সবাজার জেলায় আশ্রয় নিয়েছেন। বাকি যারা এখনও রাখাইনে রয়েছেন, মানবিক সহায়তার অভাবে ভয়াবহ পরিস্থিতি পার করছেন তারা।
কক্সবাজারের সীমান্তবর্তী রাখাইনের বুথিডং শহরের দখল ইতোমধ্যে নিয়ে ফেলেছে আরাকান আর্মির যোদ্ধারা। সেখানে বসবাসরত রোহিঙ্গাদের এএ’র যোদ্ধাদলে যোদ দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে গোষ্ঠীটির বিরুদ্ধে।
তবে আরাকান আর্মি এই অভিযোগ অস্বীকার করেছে, জান্তা মুখপাত্ররাও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা